সর্বদা উষ্ণতার বাতাস ছড়ানো বলিউড অভিনেত্রী সানি লিওনের নতুন ছবি 'এক পেহেলি লীলা'- এর ট্রেলারে মেতেছে এখন গোটা ভারত। আগামী এপ্রিলে মুক্তি, এরইমধ্যে আলোচনার টেবিল গরম করছে ট্রেলারে সানির রঙ ছড়ানো অঙ্গভঙ্গি। মজার বিষয় হল- এই ছবিতে সানির শরীরে ১০০ লিটার দুধ ঢালার পরিকল্পনা করা হয়েছে। অন্তত সিনেমার চিত্রনাট্যে এভাবেই বলা আছে। কিন্তু কয়েক লিটার ঠাণ্ডা দুধ শরীরে ঢালার পরই সর্দি লেগে গেছে এ অভিনেত্রীর। হালকা গা গরমও। সম্প্রতি 'এক পেহেলি লীলা' সিনেমার দৃ্শ্যধারণের সময় এ ঘটনা ঘটে।
জিনিউজ সূত্রে জানা গেছে, সিনেমাটিতে সানি লিওনকে দেখা যাবে তিন রূপে। এর মধ্যে এক সময় দেবীর রূপে পর্দায় আসবেন তিনি। পরিচালক ববি খান সেই দেবীকেই স্নান করাবেন দুধ দিয়ে। ভারতের রাজস্থানে কনকনে শীতে চলছিল শুটিং। কনকনে ঠাণ্ডার এক পর্যায়ে সানিকে দুধ স্নান করানো সমস্যা হয়ে পড়ছিল। পরে পরিচালক গরম জলে দুধ মিশিয়ে শুটিংয়ের কাজ শেষ করেন।
'এক পেহেলি লীলা' সিনেমায় সানিকে দেখা যাবে একবার দেবী, একবার ভিক্টোরায়ান সিক্রেট অ্যাঞ্জেল আর একবার আইটেম গানে কোমর দোলাতে। ভূষণ কুমার পরিচালিত 'এক পহেলি লীলা' ছবিতে সানি লিওনের পাশাপাশি আছেন জয় ভানুশালি, রজনীশ দুগ্গল।
বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ