বলিউডের জনপ্রিয় মুভি 'নায়ক' এ একদিনের জন্য মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করেছিলেন অভিনেতা অনীল কাপুর। দিল্লির গত বিধানসভা নির্বাচনে আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়ালের জয় ও পরবর্তীতে মুখ্যমন্ত্রীতে পরিণত হওয়ার প্রেক্ষিতে অনেকে সেলুলোয়েডের অনীল কাপুরের সঙ্গে বাস্তবের মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে মিলানোর চেষ্টা করছিলেন। দিল্লির এবারের বিধানসভা নির্বাচনেও বিজেপিকে ধরাশায়ী করে কেজরিওয়ালের জয় ও হবু মুখ্যমন্ত্রী হওয়ার প্রেক্ষাপটে কেউ কেউ হয়তো তাকে নিয়ে বায়োপিক বানানোর চিন্তা করছেন বলে শোনা যাচ্ছে। তবে কেজরিওয়ালের চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে নানা ধরনের কথা ভেসে আসছে।
শোনা যাচ্ছে, বলিউডের তিন খান-আমির, শাহরুখ ও সালমান খানের যেকোনো একজনই তার চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে। তবে এ তিন খানের মধ্যে কেজরিওয়ালের চরিত্রটি কে সবচেয়ে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে তা এখন দেখার বিষয়। যদি কেজরিওয়ালকে নিয়ে আদেী কোনো বায়োপিক তৈরি হয়, সেক্ষেত্রে সময়ই হয়তো বলে দিবে কোন খানকে বেছে নিচ্ছেন নির্মাতারা। খবর ইন্ডিয়া টুডে'র
বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ