চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী রানু দাশ বর্তমানে অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তিনি কিডনিজনিত অসুস্থতায় ভুগছেন। সম্প্রতি তাকে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন নাট্যনির্মাতা জিএম সৈকত।
সেখানে রানু দাশ কাঁদতে কাঁদতে বলেন, 'মহান মুক্তিযুদ্ধের সময় স্বামী বিজয় দাশকে হারিয়েছি। তখন আমার বয়স ২২ বছর। সেই থেকে মঞ্চ, বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় শুরু করি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, দয়া করে আমাকে বাঁচান। আমি বাঁচতে চাই।' প্রায় দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন রানু দাশ। অসংখ্য নাটকেও অভিনয় করেছেন তিনি।
নাট্যনির্মাতা জিএম সৈকত জানান, খুব শিগগিরই রানু দাশের আবেদন পত্র নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দফতরে জমা দেওয়া হবে। আশা করছি রানু দাশের প্রতি সহযোগিতার হাত বাড়াবেন তিনি।