বলিউড বাদশা শাহরুখ খান। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। আর বয়স সম্পর্কে! কমবেশি সবারই ধারণা আছে। কিন্তু সেই প্রিয়মুখের এই মানুষটিকে এবার দেখা যাবে নতুন রুপে। মাত্র ১৭ বছর বয়সে। কিন্তু কীভাবে, হ্যাঁ চমক এখানেই। 'ফ্যান' ছবিতে ১৭ বছর বয়সের এক চরিত্রে অভিনয় করবেন এই তারকা।
এই শোয়ের সেটে শাহরুখ সাংবাদিকদের বলেন, 'এই ছবি একেবারেই অন্যরকম। আমি এই ছবিতে ১৭ বছরের এক কিশোরের ভূমিকায় অভিনয় করছি। হয়তো প্রস্তেটিক মেক আপ বা ভিএফএক্সের সাহায্য নেবো আমি। এই ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন মডেল ওয়ালুশ ডি সোসা'।
উল্লেখ্য, ছবিটিতে বাণিজ্য ও বয়সকে দূরে সরিয়ে চরিত্রটির কথা মাথায় রাখা হয়েছে। আগামি ১৫ অগাস্ট নির্ধারিত দিনে মুক্তি পাচ্ছে না 'ফ্যান'। তবে ছবি মুক্তির দিন পেছানোর কথা বলা হলেও নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি। জি নিউজ।
বিডি-প্রতিদিন/ ২৮ ফেব্রুয়ারি, ২০১৫/ রোকেয়া।