ভৌতিক সিরিয়াল ‘আমেরিকান হরর স্টোরি: হোটেল’ পঞ্চম বর্ষে পা রাখতে যাচ্ছে। এবার এই সিরিয়ালে নতুন মাত্রা দিতে যোগ হচ্ছে পপ তারকা লেডি গাগার নাম। আর তার এই পদার্পণে আরও বেশি দর্শক জনপ্রিয় হবে সিরিয়ালটি- এমনটায় মনে করছেন আমেরিকান মিডিয়া বিশেষজ্ঞরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের এই পপ তারকা আগে কখনো ছোট পর্দায় অভিনয় করেননি। তাই এর মধ্যে দিয়ে গাগার ছোট পর্দায় পথ চলা শুরু হবে। সিরিয়ালটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন তিনি। টুইটারে এ ঘোষণা দিয়ে একটি ভিডিও ছেড়েছেন তিনি। এতে মুখোশ পরা অবস্থায় দেখা গেছে ২৬ বছর বয়সী এই তারকাকে।
ধারণা করা হচ্ছে, জেসিকা ল্যাঞ্জের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন গাগা। তবে এই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। চলতি বছরের অক্টোবর থেকে সিরিজটির প্রচার শুরু হবে আবার।
বিডি-প্রতিদিন/২৮, ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব