সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে শনিবার হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। আপাতত গুজরাটের রাজকোটের স্টার্লিং হাসপাতালে ভর্তি রয়েছেন ২৯ বছর বয়সী এই নায়িকা।
আপকামিং প্রেম রতন ধন পায়ো সিনেমার শুটিংয়ের জন্য গুজরাটে এসেছিলেন সোনম। মুম্বাই থেকে গুজরাট রওনা হওয়ার সময়েই প্রবল জ্বর ও গলা ব্যথায় আক্রান্ত ছিলেন অনিলকন্যা। শুটিংয়ের মধ্যে তা আরও বাড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রক্ত পরীক্ষায় সোনমের সোয়াইন ফ্লু ধরা পড়ে।
রাজকোট জেলার কালেক্টর মনীষা চন্দ্র বলেন, সম্ভবত মুম্বাইয়ে তার ফিজিকাল ট্রেনারের থেকেই সোয়াইন ফ্লু-র জীবাণু সোনমের শরীরে সংক্রামিত হয়েছে। এখানে আসার পর থেকেই সোয়াইন ফ্লুর লক্ষণ দেখা যায় তার মধ্যে। সোনমের চিকিত্সা করছেন যে চিকিত্সক, সেই ডা. চিরাগ মাতরাভাদিয়া জানান, সোনমকে পৃথক কেবিনে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার মা সুনীতা রাজকোটে এসেছেন। তিনি সোনমকে মুম্বাইয়ে ফিরিয়ে নিয়ে যেতে পারেন।
গত মাসেও সোনম শ্বাসকষ্টের সংক্রমণের সমস্যা নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
সোনমের এ পরিস্থিতিতে তার জন্য দোয়া চেয়েছেন বাবা অনিল কাপুর ও মা সুনীতা।
চিকিৎসকরা সাধ্যমত চেষ্টা করছেন সোনমকে দ্রুত সারিয়ে তুলতে।
এদিকে গত ২৪ ফেব্রুয়ারি ভারতের স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা সংসদে দেওয়া বিবৃতিতে জানান, গত দু'মাসে দেশটিতে প্রায় সাড়ে আটশো মানুষ সোয়াইন ফ্লুতে মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন প্রায় ১৪ হাজার ৫০০জন।
বিডি-প্রতিদিন/০১ মার্চ ২০১৫/ এস আহমেদ