বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন বিখ্যাত হলিউড তারকা হ্যারিসন ফোর্ড। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে এ দুর্ঘটনটি ঘটে। খবর বিবিসির
অভিনেতা হ্যারিসন ছোট একটি বিমানে করে যাওয়ার সময় এটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এসময় বিমানটিকে কাছেই একটি গলফ মাঠে জরুরি অবতরণ করানো হয়। এতে তিনি নাকসহ শরীরের কয়েক জায়গায় আঘাত পান। এ দুর্ঘটনার ব্যাপারে লস অ্যাঞ্জেলেসের একটি দমকল বিভাগ জানায়, ওই বিমান দুর্ঘটনায় এটির চালকও আহত হয়েছেন। তবে হ্যারিসন ফোর্ডের অবস্থা শঙ্কামুক্ত।
৭২ বছর বয়সী হ্যারিসন ফোর্ড জনপ্রিয় হলিউড সিরিজ ‘স্টার ওয়ার্স’, ‘ইন্ডিয়ানা জোনস’ এসব ছবিতে অভিনয় করে সাড়া ফেলেন।
বিডি-প্রতিদিন/ ৬ মার্চ ২০১৫/শরীফ