সোয়াইন ফ্লুর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে আজ ছাড়া পেয়েছেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। সোনম নিজেই টু্ইটারে হাসপাতাল ছেড়ে বাড়ি ফেরার কথা জানিয়েছেন। খবর দ্য হিন্দুর
গুজরাটের রাজকুটে সালমান খান অভিনীত 'প্রেম রতন ধন পায়ো' মুভিতে অভিনয়ের সময় গত সপ্তাহে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সোনম। তৎক্ষণাৎ স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে পরীক্ষায় তার শরীরে সোয়াইন ফ্লু ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। পরে ২৮ ফেব্রুয়ারি এয়ার এম্বুলেন্সে করে তাকে মুম্বাইয়ের ওই হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই গত কয়েকদিন ধরে তার চিকিৎসা চলছিল।
হাসপাতাল ছাড়া প্রসঙ্গে সোনম টু্ইটারে লিখেন, 'ছাড়া পেলাম! বাড়ি মজার বাড়ি![হোম সু্ইট হোম!]'
বিডি-প্রতিদিন/ ৭ মার্চ ২০১৫/শরীফ