ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে পারলে ভালো লাগবে মল্লিকা শেরাওয়াতের। বলিউড অভিনেত্রী নিজেই এ কথা জানিয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার সিনেমা ডার্টি পলিটিঙ্। এবার তার ইচ্ছে প্রয়াত ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করা। মল্লিকা বলেছেন, বায়োপিক খুবই চ্যালেঞ্জিং। আমি এ ব্যাপারে খুব একটা চিন্তাভাবনা করিনি। কিন্তু সুযোগ পেলে আমি ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে পারলে খুশি হব। আমি বায়োপিক ভাগ মিলখা ভাগ খুব উপভোগ করেছি। আর এই সিনেমা আমাকে প্রভাবিতও করেছে। কে সি বোকাডিয়া পরিচালিত ডার্টি পলিটিক্সে মল্লিকা ছাড়াও নাসিরুদ্দিন শাহ, ওম পুরি এবং অনুপম খেরও অভিনয় করেছেন। মল্লিকা আমেরিকাতে বসবাস শুরু করছেন বলে জানা গিয়েছিল। এ ব্যাপারে মল্লিকার ব্যাখ্যা, আমি তো এখানেই রয়েছি। মোটেই আমেরিকা চলে যাইনি। আমার আশা, ডার্টি পলিটিক্স আমার সামনে দরজা খুলে দেবে। পরিচালকরা আমাকে পারফরম্যান্সনির্ভর ভূমিকায় কাজ দেবেন।