শীর্ষনায়ক শাকিব খান আর ড্যাশিং হিরো জায়েদ খান এখন দুই ভাই। তারা 'রাজনীতি'তে জড়াচ্ছেন। এই রাজনীতি দ্বন্দ্ব-সংঘাতের। দুই ভাই ভালোবাসেন এক তরুণীকে। এ নিয়ে রাজনীতি আর সংঘাত। কী হবে শেষ পর্যন্ত। তা দেখতে অপেক্ষা করতে হবে ত্রিভুজ প্রেমের ছবি 'রাজনীতি'র মুক্তি পর্যন্ত। ছবিটি পরিচালনা করবেন বুলবুল বিশ্বাস। গল্প লিখেছেন মেসবাহউদ্দীন সুমন। এ মাসের শেষ সপ্তাহে নেপালে শুরু হবে এর শুটিং। শীঘ্রই নায়িকা হিসেবে নতুন মুখ নির্বাচন করা হবে। শাকিবের সঙ্গে জায়েদের এটিই প্রথম অভিনয়। তাই জায়েদের অনুভূতিও বেশ ফুরফুরে। তার কথায় আমরা দুই খান এবার বড় পর্দায় একসঙ্গে আসছি। খুব ভালো লাগছে। আশা করি দর্শকেরও ভালো লাগবে। তিনি বলেন, চমৎকার গল্প। আমাদের দুজনকে নিয়েই গল্প গড়িয়েছে। শাকিব ভাই একজন দক্ষ অভিনেতা। দর্শক একসঙ্গে আমাদের পেয়ে খুশি হবে। শাকিব বলেন, গল্প ভালো লেগেছে। জায়েদও ভালো অভিনয় করেন। আশা করছি সব মিলিয়ে উন্নতমানের ছবি হবে এটি। নির্মাতা নতুন হলেও মেধাবী। তিনি ভালো কাজ উপহার দিতে পারবেন।