শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ স্বীকার করেছেন সালমান খানের সঙ্গে ‘কিক’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করার দরুণ সাফল্য পেয়েছেন তিনি। মুম্বাই মিররের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সালমানের অনেক প্রশংসা করে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন বলেন, “সালমান এবং ‘কিক’ ছবির পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা আমার জন্যে যা করেছেন তার মূল্য পরিশোধ যাবে না। কোনো প্রশ্ন ছাড়াই আমি তাদের জন্য ছবিতে কাজ করতে রাজি।
তিনি বলেন, 'আমি সালমানকে পুরোপুরি বিশ্বাস করি। তিনি আমার জন্য যা করেছেন তা আমি কখনোই ফিরিয়ে দিতে পারব না। ‘কিক’ ছবিতে কাজ করার পরে আমি অনেক ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি। এই ছবি করার পরে দুবাই ও বাহরাইনে আমার অনেক ভক্ত তৈরি হয়েছে।'
শ্রীলঙ্কান সুন্দরী আরো জানান যে, '২০১৩ সালের বেশির ভাগ সময় আমি ভালো ছবিতে অভিনয় করার সুযোগের অপেক্ষায় ছিলাম। কিন্তু তখন আমার ক্যারিয়ারের পড়ন্ত অবস্থায় ছিল। এমন সময় সালমানের সাথে ‘কিক’ ছবিতে অভিনয়ের সুযোগ আসে। আর এই ছবিতে কাজ করার মাধ্যমেই আমার ক্যারিয়ার একটি ভালো অবস্থানে আসে।
জ্যাকুলিন তার সেই সময়ের কথা মনে করে বলেন, আমি যেকোনো ছবি পেলেই কাজ করতে চেয়েছিলাম। আমি এক সময় সমস্ত আশা ছেড়ে দিয়েছিলাম। আমি ছবির জগৎ ছেড়ে চলে যাবার কথাও ভেবেছিলাম।
উল্লেখ, আগের এক সাক্ষাৎকারে জ্যাকুলিন জানিয়েছিলেন, আমার এতো ভালো হিন্দি বলতে পারা সম্ভব হয়েছে একমাত্র সালমানের কারণে। হিন্দি শেখানোর পাশাপাশি আমাকে খুব অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি। আসলে ‘কিক’ ছবিতে অভিনয় বলিউডে আমার নবজন্মের মতো। বিডি-প্রতিদিন/ ৯ মার্চ ২০১৫/শরীফ