নারী দিবস উপলক্ষে 'মিডিয়া ডায়লগ'র আজকের বিষয় 'নারীর গ্ল্যামার বনাম গ্রামার'। তানভীর তারেকের গ্রন্থনা ও সঞ্চালনায় এশিয়ান টিভিতে আজ রাত ১০টায় প্রচারিতব্য অনুষ্ঠানে আজকের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ও প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ড. লীনা তাপসী, কণ্ঠশিল্পী অাঁখি আলমগীর ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমিন।