কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পাঠক নন্দিত উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন মাজহারুল ইসলাম। নাম 'একজন মায়াবতী'। এটির চিত্রনাট্য করেছেন অরুণ চৌধুরী। সংগীত পরিচালনায় ছিলেন ইমন সাহা। টাইটেল সংগীত করেছেন এস আই টুটুল। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছন মাহফুজ আহমেদ, সুমাইয়া শিমু, আনিসুর রহমান মিলন, ফারহানা মিলি, শহিদুজ্জামান সেলিম, হাসান ইমাম, রোজী সিদ্দিকী, মামুনুর রশিদ, সোহেল খান, আবদুল্লাহ রানা, তানভীর হোসেন প্রবাল, টুনটুনি ও আরও অনেকে। ৬০ পর্বের এই ধারাবাহিকটি ২২ মার্চ থেকে চ্যানেল আইতে প্রচার শুরু হবে সপ্তাহের রবি ও সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে। নাটকের গল্পে দেখা যাবে- অন্য ধরনের ছেলে মনজুর। সংসারে ওর কেউ নেই। বাবা-মা মারা গেছেন। আপন বলতে রয়েছেন এক মামা। কিছুটা বাউলে প্রকৃতির। এই মনজুরের সঙ্গে বিয়ে হয়েছিল বড়লোকের মেয়ে মীরার। এমনি নানা গল্পের মধ্য দিয়ে চলতে থাকে নাটকের গল্প।