গত শনিবার জাতীয় চলচ্চিত্র আসর থেকে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী কবরী। পুরস্কার হিসেবে পদক এবং স্মারকের পাশাপাশি এক লাখ টাকাও পেয়েছেন তিনি। কিন্তু পুরো টাকা তিনি প্রতিবন্ধী শিশুদের কল্যাণের জন্য দান করেছেন।
কবরী শুধু অভিনেত্রী নন, রাজনীতিবিদও। কবরী তার নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ-৪ আসনের প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে পুরো টাকা ব্যয় করবেন। পুরস্কার পেয়ে মঞ্চে দাঁড়িয়ে নিজের বক্তব্যে এই ঘোষণা দিয়েছেন তিনি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কারের এই টাকা হস্তান্তর করবেন তিনি। জানা গেছে, গ্রিনভ্যালি ফাউন্ডেশন নামের একটি সংগঠনে টাকা দেবেন তিনি। কবরী বলেন, 'ঢাকার বাইরের মানুষেরা তুলনামূলক কম সুযোগসুবিধা পায়। তাই পুরস্কারের টাকা নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুলপড়ুয়া বুদ্ধিপ্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী ও অটিস্টিক শিশুদের কল্যাণের জন্য দিয়ে দিব। বেশ কয়েকটি স্কুলে আমি সভাপতি ছিলাম। সে সময় আমি শিশুদের পুষ্টিকর টিফিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু বিভিন্ন কারণে তা আর করা হয়নি। আমি এখন তা দিতে চাই।'
সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে কবরী বলেন, 'আমার এই পুরস্কার মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করছি। চলচ্চিত্রশিল্পে দত্তদা [সুভাষ দত্ত] থেকে শুরু করে অনেকের সহযোগিতা পেয়ে দর্শকদের কাছে মিষ্টি মেয়ে হতে পেরেছি। এ ক্ষেত্রে রাজ্জাক, আলমগীর, ফারুক, প্রবীর মিত্র, সুমিতা দেবীর নাম না বললেই নয়। তাদের সহযোগিতা না থাকলে, আমি কবরী হতে পারতাম না।'
চলচ্চিত্রের সঙ্গে অভিনেত্রী কবরীর সম্পর্ক ৫০ বছরের। ১৯৬৪ সালে সুভাষ দত্তের 'সুতরাং' ছবিতে অভিনয়ের মাধ্যমে তার যাত্রা শুরু।