বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক চরিত্রে অভিনয় করেছেন তিশা। 'মাল্যদান' গল্পের কুড়ানী, 'রক্তকরবী'র নন্দিনী, 'একরাত্রি'র সুরবালা, 'শেষের কবিতা'র লাবণ্য এবং 'কৃঞ্চকলি' কবিতার কৃঞ্চকলির পর এবার তিনি 'রবিবার' নাটকের বিভা হচ্ছেন। কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে নাটকটি নির্মাণ করছেন সুমন আনোয়ার। তিশা বলেন, 'কবিগুরুর চরিত্র ফুটিয়ে তুলতে একটু কষ্ট হয়। কারণ এমন বর্ণনা থাকে যে নিজে থেকে কিছু কল্পনা করা যায় না। যেভাবে বর্ণনা করেছেন তিনি সেভাবেই ফুটিয়ে তুলতে হয়। কষ্ট হলেও কাজটি আমি আনন্দের সঙ্গে করি। কারণ এতে অভিনেত্রী হিসেবেও একটা পরীক্ষা হয়ে যায়। আর পরীক্ষা দিতে আমি ভালোবাসি।'
নির্মাতা বলেন, 'রবি ঠাকুরের ছোটগল্পের মধ্যে এই গল্পটিকে আমার খুব রোমান্টিক মনে হয়েছে। প্রেমের ভিন্ন সংজ্ঞা পাওয়া যায় গল্পটিতে। অপার্থিব প্রেমে আবদ্ধ একটি জুটির শিল্পবোধ, দর্শন, ধর্মবোধ, আদান-প্রদান, মনস্তত্ত্ব, অন্তর্নিহিত অনুভূতির প্রকাশ এখানে মুখ্য।'
বিপরীতমুখী দুই চরিত্র অভিক ও বিভা-কে নিয়ে গড়ে উঠেছে গল্প।