অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সেমিফাইনাল ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন আনুশকা শর্মা। তার প্রেমিক বিরাট কোহলি আউট হওয়ার পর আনুশকার বিস্ময়মাখা মুখ বারবার টিভি পর্দায় ভেসে ওঠে। এতে আনুশকার প্রতি কোনো সমবেদনা জাগেনি ভারতীয় দর্শকদের মনে। উল্টো বিরক্ত হয়েছেন তারা। অনেকে মনে করেন আনুশকা স্টেডিয়ামে থাকায় হেরেছে ভারত। তাই ভারতে আনুশকার কুশপুত্তলিকাও দাহ করা হয়। কিন্তু এখন অন্যরকম ঘটনা ঘটতে যাচ্ছে। ভারতীয় জনগণ যতই আনুশকার ওপর ক্ষিপ্ত থাকুক না কেন, তাকেই আইপিএল আসরে পারফরম করাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কলকাতায় জমকালো উদ্বোধনী আসরে এবার নাচবেন আনুশকা। তাই ঘটনাটিতে অনেকে মনে করছেন, আনুশকার ওপর অহেতুক ক্ষিপ্ত দর্শকদের একটা নীরব জবাবও ক্রিকেট কর্তাদের। কারণ বিষয়টিকে তারা কুসংস্কার হিসেবেই দেখছেন। ভারত যদি জিতে যেত তাহলে কি কেউ মনে করত আনুশকা থাকায় জিতেছে? তাহলে হেরে যাওয়ায় কেন মনে করা হবে সে থাকায় হেরেছে! যাই হোক, আনুশকা এবার জিতেই যাচ্ছেন।