পহেলা বৈশাখ উপলক্ষে বাজারে আসছে ব্যান্ড চাতকের প্রথম একক অ্যালবাম। 'সহজ মানুষ' শিরোনামের অ্যালবামে লালনের চারটি ও দুটি মৌলিক গান রয়েছে। মৌলিক গান দুটির একটি লিখেছেন 'চিরকুট' ব্যান্ডের সুমি আর অন্যটি লিখেছেন চাতক ব্যান্ড প্রধান কেনেডি। অ্যালবামটি প্রকাশ করছেন নতুন অডিও প্রযোজনা সংস্থা 'এম রেকর্ডস'। এ প্রসঙ্গে চাতক ব্যান্ডের প্রধান কেনেডি বলেন, 'আমরা শুরু থেকেই লালনের গান বেশি করতাম। লালনের প্রতি ভালোবাসা থেকেই এই অ্যালবামটি করা। আশা করি ভালো লাগবে'।
চাতক ব্যান্ডের লাইন আপে আছেন- কেনেডি [ভোকাল ও গিটার], পলক [লিড গিটার], ফাহমি [গিটার], শান্ত [বেস গিটার], লিমন [ড্রামস]।