ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের সর্বশেষ মুভি 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৭' মুক্তির মাত্র তিনদিনের মাথায় বক্স অফিসে রেকর্ড আয় করেছে। মুক্তির পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনের মধ্যেই এটি ১৪৩.৬ মিলিয়ন ডলার আয় করেছে। এর ফলে মুভিটি ডোমেস্টিক বক্স অফিসে আয়ের দিক দিয়ে অন্য সব মুভিকে ছাড়িয়ে গেছে। শুধু তাই নয়, মুক্তির শুরুতেই আয়ের দিক দিয়ে মুভিটি 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' সিরিজের আগের সব মুভিকে ছাড়িয়ে গেছে। গতকাল একটি হিসাবে এমন তথ্য জানানো হয়েছে। খবর এপি ও রয়টার্সের
বক্স অফিস কিক-অফে এতদিন পর্যন্ত আয়ের শীর্ষে ছিল 'ক্যাপ্টেন আমেরিকা : দ্য উইন্টার সোলজার' মুভিটি'। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭ শুধু এই রেকর্ড নয়, এটি হলিউড মুভির ইতিহাসে কিক-অফে আয়ের দিক দিয়ে শীর্ষ দশ মুভির মধ্যে নবম স্থানে চলে এসেছে।
প্রয়াত পল ওয়াকার ও ভিন ডিজেল অভিনীত এই মুভিটি গত বছরের জুলাইয়েই মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু মুভিটি অসম্পূর্ণ রেখেই একটি সড়ক দুর্ঘটনায় পল ওয়াকারের মৃত্যুতে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। এমনকি এ ঘটনার পরিপ্রেক্ষিতে মুভিটির নির্মাণ অাদৌ সম্পূর্ণ করা হবে কিনা তা নিয়েও দ্বিধায় ছিলেন সংশ্লিষ্টরা। শেষ পর্যন্ত অবশ্য তারা মুভিটির নির্মাণ শেষ করার ব্যাপারেই সিদ্ধান্ত নিয়েছিলেন। দেরিতে হলেও ৩ এপ্রিল বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হয় মুভিটিকে। মুভিটিতে দেখতে বাংলাদেশের সিনেমা হলগুলোতেও দর্শকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এমনকি ব্যাপক চাহিদার প্রেক্ষিতে আগাম টিকেটও নাকি মিলছে না।
প্রয়াত পল ওয়াকারের কারণেই নাকি মুভিটির প্রতি দর্শকচাহিদা বেড়েছে। সেইসঙ্গে ব্যবসায়িক সাফল্যও প্রত্যাশিত পর্যায়ের চেয়ে বেশি।
বিডি-প্রতিদিন/ ৬ এপ্রিল ২০১৫/শরীফ