বলিউড অভিনেতা শাহরুখ খান টুইটারে তার ছোটো ছেলে আবরামের ঝাড়ু হাতে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি দেথে মনে হতে পারে, এই ছোট্ট বয়সেই কি আবরাম তাহলে নরেন্দ্র মোদির 'স্বচ্ছ ভারত মিশনে' সামিল হয়েছে! অবশ্য ব্যাপারটি পরিস্কার নয়। এমনকি শাহরুখও এ ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি।
ক্ষমতায় আসার পর পরই প্রধানমন্ত্রী মোদি পুরো ভারত পরিস্কার-পরিচ্ছন্ন করার লক্ষ্যে 'স্বচ্ছ ভারত' নামে একটি মিশন শুরু করেন। এর প্রতি ব্যাপক সাড়াও মিলেছে। মোদির ডাকে সাড়া দিয়ে বলিউড অভিনেতা সালমান, অামিরসহ আরো অনেক সেলিব্রেটিই এতে ইতোমধ্যে সামিল হয়েছেন। শাহরুখ-পুত্র আবরাম এতে সামিল হলে দোষের কিছু নেই। বরং তা দেখে হয়তো অনেকেই উৎসাহিত হতে পারেন। খবর ইন্ডিয়া টুডে'র
বিডি-প্রতিদিন/ ৬ এপ্রিল ২০১৫/শরীফ