বড়পর্দা কাঁপানো সানি লিওনকে আজ ছোটপর্দায় দেখা যাবে। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সনি'র জনপ্রিয় ভৌতিক সিরিয়াল 'আহাত'-এ অতিথি শিল্পী হিসেবে উপস্থিত হবেন তিনি। মূলত তার আপকামিং ছবি 'এক পেহেলি লীলা'র প্রচারণা চালাতেই 'আহাত'-এ তার অভিনয়।
এর আগে একটি নাটকের মাধ্যমে 'রাগিনী এমএমএস-টু' ছবির প্রচারণা চালিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান এই পর্নো তারকা।
বেশ কয়েক বছর ধরে বলিউডে চাহিদার শীর্ষে রয়েছেন সানি। প্রথমদিকে পর্নো তকমা থাকায় জটিলতায় পড়তে হয় সানি এবং তার প্রযোজকদের। ধীরে ধীরে নেতিবাচক থেকে ইতিবাচক অবস্থার সৃষ্টি হয় দর্শকদের মাঝে। ভারতের যেসব দর্শকরা তাকে নিয়ে নাক সিঁটকাতেন তারাই এখন সপরিবারে হলমুখো হচ্ছেন ছবি দেখতে।
বিডি-প্রতিদিন/ ০৬ এপ্রিল, ২০১৫/ রশিদা