একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দর্শকপ্রিয় অভিনেতা ও নাট্যনির্দেশক মামুনুর রশীদ চলতি বছরে এসে নাটকের চেয়ে চলচ্চিত্রে অভিনয়ে একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েছেন। নতুন বছরে পাঁচটি নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন। পাঁচটি চলচ্চিত্র হচ্ছে গৌতম ঘোষের 'শঙ্খচিল', রওশন আরা নিপার 'মহুয়া মঙ্গল', আকরাম খানের 'খাঁচা', হিমেল আশরাফের 'সুলতানা বিবিয়ানা' ও রাশিদ পলাশের 'নাইওর'। প্রতিটি চলচ্চিত্রে তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করছেন। তবে হিমেল আশরাফের 'সুলতানা বিবিয়ানা' চলচ্চিত্রে তিনি আবারও খলনায়কের চরিত্রে অভিনয় করছেন। মামুনুর রশীদ বলেন, '২০০৮ সালে গিয়াস উদ্দিন সেলিমের মনপুরা চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে মূলত আমি চলচ্চিত্রে অভিনয়ে নিয়মিত হয়েছি। এই চলচ্চিত্রে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। এরপর আরও বেশকটি চলচ্চিত্রে অভিনয় করেছি। এখন এখানে নিয়মিত কাজ করার চেষ্টা করছি। আমার মনের মতো চরিত্র পেলেই শুধু কাজ করি। যে নতুন চলচ্চিত্রগুলোতে কাজ করছি প্রত্যেকটিতে আমাকে ভিন্ন ভিন্নরূপে দেখা যাবে।