'বিগ বস সিজন-৮' এর প্রতিযোগী দীপশিখা নাগপাল তার স্বামী কৈশব আরোরারের বিরুদ্ধে সম্প্রতি এক অভিযোগ এনেছেন। স্বামীর বিরুদ্ধে তাকে মেরে ফেলার হৃমকির অভিযোগ আনেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে তার স্বামী আপাতত বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবেন না।
দীপশিখা পুলিশের কাছে গিয়ে তার পরিবারের নিরাপত্তার জন্য সাহায্য চেয়েছিলেন। তার স্বামী কৈশব আরোরা দীপশিখা ও তার সন্তানদের মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। ভীত দীপশিখা এই নিয়ে কথা বলতে খুব ভয় পাচ্ছিলেন।
দীপশিখার প্রথম বিয়েতেও অনেক ঝামেলা পোহাতে হয়েছিল। আর এই বিয়ে নিয়েও তার অভিজ্ঞতা খুবই ভয়াবহ। কৈশব নাকি সবসময়ই সংসার করতে গিয়ে খুব খারাপ আচরণ করতেন কিন্তু দীপশিখা ভেবেছিলেন পরিস্থিতির উন্নতি হবে কিন্তু আসলে তা আর হয়নি। এমনকি শুরু থেকেই দীপশিখা পুরো সংসারের খরচ বহন করে আসছেন।
তবে দীপশিখা এখনো তার স্বামীর বিরুদ্ধে মামলা করেননি। তবে প্রয়োজনে তিনি মামলা করবেন বলে জানিয়েছেন। দীপশিখার সঙ্গে কৈশব ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৫/শরীফ