বলিউড দাপিয়ে বেড়াচ্ছে কাপুর পরিবারের দুইবোন প্রিয়াঙ্কা ও পরিনীতি চোপড়া। তবে বোন হলেও তাদের মধ্যকার বিরোধ প্রায় সময়ই গণমাধ্যমের খবর হয়ে উঠে এসেছে। তবে এবার এ দু অভিনেত্রীকে নিয়ে ভিন্ন রকম খবর দিয়েছে মিডিয়া।
জানা গেছে, নতুন একটি মুভির প্রযোজনা করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। আর নিজের টাকায় নির্মিতব্য মুভিটিতে নায়িকা হিসেবে নিচ্ছেন বোন পরিনীতিকে!
এদিকে, প্রিয়াঙ্কার মুুভিতে অভিনয় প্রসঙ্গে পরিণীতি বলেন, 'প্রিয়াঙ্কা শুধু আমার বোন নয়, খুব ভালো বন্ধুও। ওর পরবর্তী মুভিতে আমি কাজ করছি। এখানে পারিবারিক সম্পর্কের চেয়ে কাজের সম্পর্কটাই বেশি। কারণ যেহেতু ও প্রযোজনা করছে তাই আমি প্রথমত চাইবো কাজের জায়গা থেকেই ব্যবসাসফল একটি মুভি উপহার দিতে।'
উল্লেখ্য, 'ম্যাডামজি' নামে একটি মুুভি দিয়ে প্রযোজকের খাতায় নাম লিখিয়ে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। মুভিটিতে তিনি নিজেও অভিনয় করেছিলেন।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৫/শরীফ