লাইভ অনুষ্ঠান থেকে দৌঁড়ে পালালেন ক্লোজআপ তারকা সংগীতশিল্পী বিউটি। বসে রইলেন শুধু উপস্থাপিকা একা। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে একুশে টেলিভিশনের স্টুডিওতে।
একটি লাইভ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিউটি। কিন্তু সে অনুষ্ঠানের মধ্যেই ভয়াবহ ভূমিকম্পের ঘটনাটি ঘটে। কেঁপে ওঠে চেয়ার। অনেকটা কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েন উপস্থাপিকা। তবুও মুখে হাসি ধরে রাখেন। ক্যামেরায় ঘুরিয়ে ঘুরিয়ে দু'জনকেই দেখাচ্ছিল। যখনই ক্যামেরার লেন্স উপস্থাপিকার দিকে যায় তখনই উঠে দৌঁড় দেন বিউটি।
ওই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে বিউটি বলেন, জীবনের অন্যতম ভয়ংকর একটি মুহূর্ত পার করলাম আজ। শুধু আমিই নই, বাংলাদেশের সবাই আজ এই ভয়ংকর মুহূর্ত পার করেছে। আমি সেই সময় লাইভ অনুষ্ঠানে ছিলাম বলে হয়ত আমি সবার নজরে পড়েছি। প্রথমে আমরা ভেবেছিলাম হয়ত দুই-এক সেকেন্ডের মধ্যে এটি শেষ হয়ে যাবে। তবে যখন দেখলাম যে কিছু সময় পর পর এটির পুনরাবৃত্তি হচ্ছে, তখন প্রোগ্রাম প্রোডিউসার আমাদের সবাইকে নেমে যেতে বলেন। আর এক মুহূর্ত দেরি না করেই আমরা তখন নেমে গেলাম। তবে দশ তলা থেকে সিঁড়ি ভেঙ্গে নেমে যখন নিচে পৌঁছালাম তখন কম্পন বন্ধ হয়ে গেছে। আল্লাহর রহমতে সবাই বেঁচে আছি এটাই অনেক। এমন মুহূর্ত যেন জীবনে আর না আসে সেই দোয়া করি আল্লাহর কাছে।
এদিকে তখনকার অনুভূতির কথা নিজের ফেসবুকে জানাতে গিয়ে ওই প্রোগ্রামের প্রডিউসার মাসুদুল হাসান রনি লেখেন- ভূমিকম্পের সময় দুপুর ১২টা থেকে আমি পিসিআরে প্রডিউসারের দায়িত্ব পালন করছিলাম ‘একুশে দুপুর’ লাইভ প্রোগ্রামের। স্টুডিতে সেটে ছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী বিউটি ও উপস্থাপক জুলিয়া। ১২টা ১৪/১৫ মিনিটের সময় ভূকম্পন শুরু হতেই পিসিআর থেকে লাইট ডিজাইনার, সাউন্ড ইঞ্জিনিয়ার, স্টুডিওর প্রোডাকশন এসিস্ট্যান্ট, ২জন ক্যামেরাম্যানকে দ্রুত স্টুডিও ছেড়ে চলে যেতে দেখি। শুধু অনলাইন সুইচার আমার পাশে অসহায়ের মতন বসে থাকে। সে ফ্রেম কাটতেও ভুলে যায়।
এদিকে লাইভের মধ্যে দেখি আমার অতিথি বিউটি নিজ হাতে এক ঝটকায় মাইক্রোফোন খুলে দৌঁড়ে স্টুডিও থেকে বেরিয়ে যায়।
ভিডিও লিঙ্ক:https://www.youtube.com/watch?v=LIcEjWpSAj4
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৫/এস আহমেদ