থাইল্যান্ডে দীর্ঘ ৪৫ দিন ‘অগ্নি-২’ ছবির শুটিং শেষে ২৫ এপ্রিল রাত ১০টায় ঢাকায় ফিরেছেন মাহি। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরীর। ছবিতে মাহির সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার নায়ক ওম।
এ প্রসঙ্গে মাহি বলেন, এর আগে ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ সিনেমার প্রয়োজনে ৫০ দিন দেশের বাইরে ছিলাম। তবে এর ফাঁকে অল্প সময়ের জন্য দেশে এসেছিলাম। কিন্তু ‘অগ্নি-২’ এর ক্ষেত্রে টানা ৪৫ দিন থাইল্যান্ডে কাটিয়েছি। এটা নতুন অভিজ্ঞতা।
মাহি জানান, সেখানে ৫টি গানসহ ‘অগ্নি-২’ এর এ্যাকশন ও অন্যান্য দৃশ্যধারণ হয়েছে। ১ মে সিনেমার ইউনিট যাবে ভারতে। সেখানে শেষ হওয়ার কথা রয়েছে সিনেমাটির বাকি শুটিং। মাহিকেও উড়াল দিতে হবে আবার।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৫/মাহবুব