নেপালে শনিবার ৭.৯ ও রবিবার ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্মরণকালের এই ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ২৫০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ খবরে নেপালের বংশোদ্ভূত বলিউড ভারতীয় অভিনেত্রী মনীষা কৈরালাও ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ভূমিকম্পে মনীষার পরিবারের সকলে ভালো আছেন।
জানা যায়, মনীষা ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য খুব দুশ্চিন্তায় রয়েছেন। প্লেন চলাচল শুরু হওয়া মাত্রই তিনি নিজ দেশের মানুষকে সহায়তার জন্য নেপালে ছুটে যাবেন। মনীষা আরও জানান, শহরগুলোর ক্ষয়ক্ষতি সম্পর্কে সকলে জানতে পারছেন কিন্তু গ্রামদিকের এলাকাগুলো সম্পর্কে মানুষ খুব বেশি জানতে পারছেন না।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৫/মাহবুব