প্রথমবারের মতো শুভশ্রীর নায়ক হলেন ঢালিউডের কোনো শিল্পী। এই শিল্পী হলেন ইমন। তারা জুটি হলেন চলচ্চিত্র ও বিজ্ঞাপনে। শিগগিরই চলচ্চিত্রের শুটিং শুরু হবে। এটি নির্মাণ করবেন আশীষ কুমার। এ বিষয়ে ইমনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, নির্মাতা আমাকে গল্প শুনিয়েছেন। চমৎকার গল্প। ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। আমার বিপরীতে থাকছেন টালিগঞ্জের নায়িকা শুভশ্রী। এদেশের কোনো নায়কের বিপরীতে এই নায়িকার এটিই প্রথম ছবি। এমন একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে আমি খুবই খুশি। আশা করছি কাজটি দারুণ হবে। অন্যদিকে বিজ্ঞাপনচিত্র সম্পর্কে ইমন বলেন,এ ব্যাপারে কিছু জানাতে কর্তৃপক্ষের নিষেধ আছে। এতেও শুভশ্রীর সঙ্গে কাজ করেছি। এ মাসেই চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। এটি নির্মাণ করেছেন শওনক মিত্র। একটি মেহেদীর বিজ্ঞাপন এটি। আসন্ন ঈদ উপলক্ষে নির্মাণ হয়েছে বিজ্ঞাপনটি। রোজার শুরু থেকেই বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচারের কথা রয়েছে। ইমন বলেন অনেকটা ফিল্মিক ফ্লেভারে নির্মিত এই বিজ্ঞাপনচিত্রটি অসাধারণ হয়েছে। নিঃসন্দেহে দর্শক নজর কাড়বে বলে আশা করছি। ছবি ও বিজ্ঞাপনে শুভশ্রীর নায়ক হওয়া নিয়ে এখন বেশ ফুরফুরে মেজাজে আছেন ইমন। এদিকে মিমের সঙ্গে তার 'পদ্ম পাতার জল' ছবিটি শিগগির ই মুক্তি পাবে।