দীর্ঘ দুই বছর পর নতুন একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে আসছেন জনপ্রিয় রকশিল্পী তিশমা। এটি তার ক্যারিয়ারের ১২তম একক অ্যালবাম। ইতোমধ্যে নিজের সংগীতায়োজনে একাধিক গান রেকর্ডিং সম্পন্ন করেছেন। চলতি বছরের মাঝামাঝি সময়ে অ্যালবামটি সিডি আকারে প্রকাশ করা হবে। এ সম্পর্কে তিশমা বলেন, 'দীর্ঘদিন ধরেই আমি এই অ্যালবামের কাজ করছি। বেশ যত্ন নিয়ে গানগুলো তৈরি করছি। এক কথায় বলতে গেলে, এই অ্যালবামের মাধ্যমে আমার ভক্ত-শ্রোতাদের চমক দিতে চাই।' তিশমা আরও বলেন, 'নতুন গানের রেকর্ডিং খুব শিগগিরই শেষ হবে। অ্যালবামটি সিডির পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে।' জানা গেছে, তিশমার নতুন এককে সফ্ট মেলোডি ঘরানার ১০টি গান থাকবে। এতে গান লিখছেন বেশ কয়েকজন গীতিকার। এগুলোর সুর ও সংগীতের পাশাপাশি অ্যালবামে তিন-চারটি গানের কথাও লিখেছেন তিশমা।
তবে এখনো তিনি পর্যন্ত অ্যালবামের নাম চূড়ান্ত করেননি। এদিকে এই অ্যালবামের পাশাপাশি তিশমা নতুন একটি ভিডিও অ্যালবামও তৈরি করছেন।