নেপালে ভূমিকম্পে গুরুতর আহত হয়েছেন দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান।
গত শনিবার নেপালে ভয়াবহ ভূমিকম্পের কারণে দেশের কারও সঙ্গে রুনা খান যোগোযোগ করতে পারেননি। কারণ নেপালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। শনিবার দুপুরে নেপালে যখন ভূমিকম্প হয় তখন রুনা খানসহ আরও সবাই শুটিংয়ে ছিলেন নাঙ্গরকোটে। ইউনিটের বাকি সবাই ঠিক থাকলেও পায়ে হাঁটুর নিচে প্রচণ্ড আঘাত পেয়েছেন রুনা খান। হাতও কেটে গেছে তার। গতকাল সকালে করতোয়ার সঙ্গে আলাপকালে রুনা বলেন, ইউনিটের বাকি সবাই সুস্থ আছে ভালো আছে। শুধু আমিই খুব আহত হয়েছি। নেপালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমার পা ফুলে গেছে। ডাক্তার বলেছেন এক্স-রে করতে হবে। কিন্তু নেপালে বিদ্যুৎ নেই। তাই এক্স-রে করা যাচ্ছে না।
এদিকে দেশে যাওয়াটাও এখন জরুরি। শুনেছি আজ দুপুরে (গতকাল) দুটো বিমান বাংলাদেশে যাবে। সেটাতে যেতে পারব কিনা নিশ্চিত না। দেশবাসীর কাছে দোয়া চাই যেন ভালোয় ভালোয় আমরা দেশে ফিরতে পারি।'
এদিকে রুনা খান আরও জানান ক্লাব হিমালয় রিসোর্টে নেপালে উঠেছিলেন তারা। সেটিও ধসে গেছে। যদি সেখানে তারা থাকতেন তবে মারা যেতেন। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তারা বেঁচে গেছেন।
এদিকে রুনা খান নেপালে যাওয়ার আগে কাজ করে গেছেন মৃত্তিকা গুণের নির্দেশনায় 'কালো মেঘের ভেলা' নাটকের কাজ। নেপালে যুবরাজ খানের নির্দেশনায় তিনটি নাটকের কাজে গিয়েছিলেন।