বলিউডের সাম্প্রতিক সময়ের অভিনেত্রী সানি লিওনের নতুন মুভি 'কুচ কুচ লোচা হ্যায়''র এক প্রোমোশন কর্মসূচি ছিল সেদিন। তা করতে গিয়ে একটু ভিন্নকিছুই করলেন এই অভিনেত্রী। প্রোগ্রামে উপস্থিত দর্শকদের সামনে লাইভ নেচেছেন তিনি। অবশ্য একা নয়, সঙ্গে ছিলেন সঙ্গীতশিল্পী শ্রদ্ধা পন্ডিতও।
যেকোনো মুভির প্রচারে লাইভ পারফর্ম করাও খুব জরুরি বলে মনে করেন পর্ণোতারকা থেকে অভিনেত্রী বনে যাওয়া সানি। আর এতে নাকি দর্শকের সঙ্গে খুব ভালো সংযোগ স্থাপন করা সম্ভব হয়। মুভিটির প্রমোশন করতে গিয়ে 'পানিওয়ালা ড্যান্স' এবং 'দারু পিকে ড্যান্স' গান দুটির সঙ্গে নাচেন।
উল্লেখ্য, 'কুচ কুচ লোচ্চা হ্যায়' মুভিতে সানি লিওন ছাড়াও অভিনয় করেছেন রাম কাপুর। ইতোমধ্যেই মুভিটির ট্রেলার বেশ জনপ্রিয় হয়েছে। মুভিটি ৮ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৫/শরীফ