ভূমিকম্প বিধ্বস্ত নেপালের পাশে থাকার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন নেপািাল বংশোদ্ভূত ভারতীয় অভিনেত্রী মনীষা কৈরালা। শনিবারের ৭.৯ মাত্রার ভূমিকম্পের পরপরই নেপালের প্রধানমন্ত্রীকে ফোন করে সবরকম সহযোগিতার আশ্বাস দেন মোদি। বিপদের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্যই মোদিকে এ ধন্যবাদ জানান মনীষা।
শনিবারের ভূমিকম্পে নেপালে আজ সোমবার পর্যন্ত কমপক্ষে আড়াই হাজার লোকের প্রাণহানি হয়েছে। গত ৮০ বছরের মধ্যে এটাই দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। তাই স্বভাবতই নিজ দেশে ঘটে যাওয়া এই দুর্যোগ দেখে মনীষা খুব শোকাহত। তিনি অধীর আগ্রহে নেপালের মানুষদের সহযোগিতা করার জন্য যেতে চাচ্ছেন। কিন্তু দেশ দুটির মধ্যে প্লেন চলাচল এখনো স্বাভাবিক না হওয়ায় তিনি যেতে পারছেন না।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৫/শরীফ