নিজের তোলা নগ্ন ও প্রায় অর্ধনগ্ন সেলফি বিভিন্ন মাধ্যমে পোস্ট করে নিয়মিতই বিতর্ক ও আলোচনায় থাকেন যুক্তরাষ্ট্রের রিয়েলিটি টিভি তারকা কিম কার্দেশিয়ান। এক কথায় বলা যায়, কিম সেলফিতে এক প্রকার আসক্ত হয়ে পড়েছেন। নর্থ নামে দুই বছরের একটি মেয়ে রয়েছে কিমের। লক্ষণীয় হলো, তার এতটুকু মেয়েই নাকি সেলফিতে আসক্ত হয়ে পড়েছে! কিম নিজেই একথা জানিয়েছেন। পিপলস ম্যাগাজিন তাদের এক প্রতিবেদনে একথা জানিয়েছে। খবর পিটিআই'র
ম্যাগাজিনটি কিমকে উদ্ধৃত করে জানায়, কিম ও তার মেয়ে নর্থ প্রায়ই নাকি সেলফি তোলায় ব্যস্ত থাকেন। সেলফি তুলে নাকি তারা বেশ মজাও পান। নর্থের বয়স মাত্র ২ বছর হলে অনেকটা নিজের জানার অগোরেই নাকি সেলফি তুলে সে। খবর পিটিঅাই'র
বিডি-প্রতিদিন/ ২৭ এপ্রিল ২০১৫/শরীফ