বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুরের মায়ের ভূমিকায় অভিনয় করছেন শাবানা আজমি। বলিউডের নতুন একটি মুভিতে এই চরিত্রে দেখা যাবে শাবানাকে।
জানা গেছে, নিরজা ভানট নামে আশির দশকের একজন ভারতীয় এয়ার হোস্টেজের আত্মজীবনীর উপর ভিত্তি করে নির্মিত হবে 'নিরজা' মুভিটি। এতে মা-মেয়ের চরিত্রে দেখা যাবে দুই প্রজন্মের এই দুই অভিনেত্রীকে। নিরজা চরিত্রে দেখা যাবে সোনম কাপুরকে।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৫/শরীফ