ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারার প্রেমে পড়লেন বলিউড অভিনেতা শহীদ কাপুর! লুকিয়ে লুকিয়ে দেখা, বন্ধুর হাতে প্রেমপত্র পাঠানো, পিছু নেওয়া, যাওয়া-আসার পথে দাঁড়িয়ে থাকা- একজন আদর্শ প্রেমিকের পক্ষে যা যা করনীয় সবই সারার জন্য করছেন তিনি। সামনেই দিল্লির মেয়ে মীরার সঙ্গে শহীদ কাপুরের বিয়ে। আর তিনি কিনা এখন সারার প্রেমে হাবুডুবু খাচ্ছেন!
অবশ্য হবু বরের এ নতুন প্রেমে নাখোশ নন মীরা। কারণ প্রেম ময়দানের আশাপাশে ক্যামেরা, লাইট নিয়ে হাজির থাকছেন ফিল্মপাড়ার অনেকেই। সুতরাং প্রেমের গভীরতা বেশি বাড়ার ভয় নেই।
মূলত, বলিউডের রুপালি পর্দায় পা রাখতে চলেছেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর খ্যাত তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা। আর সিনেমাতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শহীদ কাপুরকে।
ভারতীয় মিডিয়ার খবরে জানা গেছে, একটি রোমান্টিক প্রেমের সিনেমায় অভিনয় করতে চলেছেন সারা-শহীদ। নায়ক-নায়িকা ঠিক হয়ে গেলেও এখনো সিনেমাটি কে পরিচালনা করবেন তা ঠিক হয়নি।
সারা ধীরুভাই আম্বানি কলেজের ছাত্রী। বাবা ব্যাট হাতে ঝড় তুলে পৃথিবীকে নিজের কারিশমা দেখিয়েছেন। এখন দেখার পালা মেয়েও কি বাবার মতো ঝড় তুলতে পারেন কিনা।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৫/ এস আহমেদ