বলিউড সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে গাড়ি চাপা দিয়ে পথচারী হত্যার মামলার রায় আজ বুধবার ঘোষণা করা হবে। মুম্বাইয়ের স্থানীয় একটি আদালত রায় ঘোষণা করবে। মামলায় দোষী প্রমাণিত হলে সালমান খানকে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে। এজন্য রায় ঘোষণা আগের দিন মঙ্গলবার সালমানকে সান্ত্বনা দিতে তার বাড়িতে যান বলিউড কিং শাহরুখ খান।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ভোররাতে সালমানের গাড়ির চাপায় মৃত্যু হয় এক পথচারীর। এ ঘটনায় আহত হয় আরও চারজন। মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়েই এ দুর্ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে। তবে সালমানের আইনজীবীর দাবি, ওই সময় সালমান খান নয়, গাড়ি চালাচ্ছিলেন তার চালক অশোক সিং।
বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৫/মাহবুব