২০০২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ফুটপাতে ঘুমন্ত মানুষকে হত্যার দায়ে আজ বুধবার বলিউড অভিনেতা সালমান খানকে অভিযুক্ত করেছেন মুম্বাই আদালত। তার বিরুদ্ধে দায়ের করা ৮টি অভিযোগই প্রমাণিত হয়েছে।
কিছুক্ষণ পর মামলার রায় ঘোষণা করা হবে। এতে তার ১০ বছর পর্যন্ত জেল হতে পারে।
বিচারক ডি ডব্লিউ দেশপান্ডে রায় ঘোষণার আগে সালমানকে বলেন, ‘সাক্ষীদের বয়ান অনুযায়ী ওই সময় চালকের আসনে ছিলেন আপনি। মদ্যপ থাকার কারণে নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারেননি আপনি।’ এরপরই বলিউডের এই সুপারস্টারকে দোষী সাব্যস্ত করা হয়। তার বিরুদ্ধে আনীত ৮টি অভিযোগের সবই প্রমাণিত হয়েছে।
আদালতে সকালে উপস্থিত হন সালমান খান। এসময় তার সঙ্গে ছিলেন ভাই সোহেল খান ও আরবাজ খান। অভিযুক্ত প্রমাণিত হওয়ার পরপরই আদালতস্থল ত্যাগ করেন সালমানের দুই ভাই।
বিডি-প্রতিদিন/ ০৬ মে, ২০১৫/ রশিদা