২০০২ সালের হিট অ্যান্ড রান মামলায় সালমান খানের পাঁচ বছরের কারাদণ্ডে কষ্ট পেয়েছেন বিতর্কিত মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে। বলিউডের নাম্বার ওয়ান অভিনেতার সাজায় নিজের ব্যথিত হওয়ার কথা এক টু্ইটার বার্তায় জানিয়েছেন পুনম। যদিও বোম্বে হাইকোর্ট মুম্বাইয়ের সেসন্স আদালতের দেওয়া ৫ বছরের সাজার রায় গতকাল ৮ মে স্থগিত করে দিয়েছেন।
টুইটে পুনম পান্ডে লিখেন, 'সালমানকে দেওয়া আদালতের রায় সম্পর্কে কোনো মন্তব্য করব না। মানবিক গুণসম্পন্ন সালমানের জন্য আমি খুব দুঃখ পেয়েছি। তবে কেউ আইনের ঊর্ধ্বে নয়'। তবে হাইকোর্ট সালমানের সাজা স্থগিত করায় পুনম খুশি বলেও জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৬ মে মুম্বাই সেসন্স কোর্ট হিট অ্যান্ড রান মামলায় সালমানকে সবকটি অভিযোগে দোষী প্রমাণিত করে তাকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করেন। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ের বান্দ্রার একটি সড়কে নিজের গাড়িতে করে ড্রাইভিং করার সময় সালমানের গাড়ি দুর্ঘটনায় পড়ে। এতে তার গাড়িটি সড়কের পাশের ফুটপাতে শুয়ে থাকা কয়েকজন ছিন্নমূল মানুষের উপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন মৃত্যু হয়। অাহত হন আরো কয়েকজন। এ ঘটনায় সালমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় ড্রাইভিং করছিলেন এবং তার গাড়িটির লাইসেন্স ছিল না।
বিডি-প্রতিদিন/ ৯ মে ২০১৫/শরীফ