একের পর এক নতুন ছবিতে চুক্তি সইয়ের মাধ্যমে ঢালিউডের অন্যতম অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পরীমণি। সিনেমা জগতে তার ক্যারিয়ারকে আরও উপরে নিয়ে যাওয়ার এখনই সময়। অথচ ভক্তদের হতাশ করে বিয়ের পিঁড়িতে বসলেন পরীমণি! গায়ে বেনারসি শাড়ি। মাথায় টিকলি। নাকে নোলক। হাতে আংটি। কবজিতে জরি। গলায় সোনার হার। সব মিলিয়ে নববধূর সাজে বিয়ের মঞ্চে কনে সেজে বসে আছেন তিনি। পরীমনির পাশেই বসে আছেন বর কায়েস আরজু। পাশে ছিলেন বর ও কনের বাবাও। তাদের দুই হাত এক করে দিলেন অভিভাবকরা।
তবে বাস্তবে নয়, শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ চলচ্চিত্রের শুটিংয়ে গল্পের প্রয়োজনে চিত্রনায়ক কায়েস আরজুকে বিয়ে করেন পরীমণি।
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রের চিত্রায়ন ১০ মে থেকে গাজীপুরের খতিব খামার বাড়িতে চলছে। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, ডন, রেবেকা, সীমান্ত প্রমুখ।
এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘গ্রামের চেয়ারম্যানের মেয়ের চরিত্রে অভিনয় করেছি আমি। শুধু বিয়েই নয়, গল্পের প্রয়োজনে একটি দৃশ্যে নকল গোঁফ লাগিয়ে ছেলে সেজেও অভিনয় করেছি।’
অন্যদিকে আরজু বলেন, ‘গল্পের প্রয়োজনেই বিয়ে করা। বিয়ের দৃশ্যটা খুব উপভোগ করেছি। বিশেষ করে পাশে থাকা শালিকাদের সাথে অনেক দুষ্টামি করেছি।’
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৫/মাহবুব