রজনীকান্তের ঘরে এসেছে নতুন অতিথি। বুধবার চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তার ছোট মেয়ে সৌন্দর্য্য একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ভারতের প্রথম মোশন ক্যাপচারড অ্যানিমেশন ছবি কোচাদইয়াঁ পরিচালনা করেছেন সৌন্দর্য্য।
২০১০ সালে শিল্পপতি অশ্বিন রবিকুমারের সঙ্গে বিয়ে হয় রজনীকান্তের ছোট মেয়ে সৌন্দর্য্যের। এটাই তাদের প্রথম সন্তান আর রজনীকান্তের তৃতীয় নাতি। বড় মেয়ে ঐশ্বর্য্য ও জামাই ধনুষের ঘরে রয়েছে দুই নাতি যাত্রা ও লিঙ্গ।
বিডি-প্রতিদিন/ ০৯ মে, ২০১৫/ রশিদা