বলিউড অভিনেতা রনবীর কাপুর ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রেমের সম্পর্ক নিয়ে এখন আরো কারো তেমন আগ্রহ নেই। এখন অাগ্রহ এ জুটি কখন বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছেন কেবল তা নিয়ে। তারা দু'জনও প্রেম নিয়ে এখন আরো লুকোচুরি করেন না। বিয়ে কখন করছেন এমন এক প্রশ্নের জবাবে রনবীর জানিয়ে দিয়েছেন যে আগামী বছর কোনো এক সময় বিয়ে করছেন তারা।
সম্প্রতি 'বোম্বে ভেলভেট' মুভির প্রচারণায় কলকাতা গিয়েছিলেন রনবীর কাপুর। সেখানেই সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় একেবারে খোলাখুলিভাবে শেয়ার করেন তিনি। ক্যাটকে কবে নাগাদ বিয়ে করছেন এমন এক প্রশ্নে রনবীর বলেন, 'এ বছর প্রচুর কাজের চাপ আছে। ক্যাটরিনারও। এ বছর তো মনে হয় সময় বের করতে পারবো না। পরের বছর শেষের দিকে করব ভাবছি। এখনো অবধি তো সেটাই আমার আর ওর প্ল্যান'।
ক্যাটকে বিয়ে প্রসঙ্গে এবারই প্রথম বেশ খোলাখুলি কথা বলেছেন রনবীর। সাংবাদিকদের এমন এক প্রশ্নে রনবীর বলেন, 'এখন সম্পর্কটা নিয়ে আমরা দু’জনেই খুব নিশ্চিত। এখন কথা না বললে সম্পর্কটাকে সম্মান দেখানো হবে না, তাই না? আমার বয়স এখন ৩৩। আমি পরিবার গঠন করতে চাই। ক্যাটরিনাও এমনটি চায়। লুকোনোর কোনো মানেই হয় না।'
বিডি-প্রতিদিন/ ৪ মে ২০১৫/শরীফ