মা দিবস উপলক্ষে আজ পর্দায় হাজির হচ্ছেন সাবিনা ইয়াসমীন এবং তার মেয়ে বাঁধন। এটিএন বাংলায় রাত ১১টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান 'মাকে মনে পড়ে'। যে বাঁধনে মা বেঁধে রাখেন তার সন্তানকে, সে বাঁধন মায়ের বাঁধন, সে বাঁধন মায়ার বাঁধন। আর এ বাঁধনেই বেঁধে রেখেছেন মা সাবিনা ইয়াসমীন তার মেয়ে বাঁধনকে। মা-মেয়ের এ বাঁধন নিয়েই প্রথমবারের মতো মা দিবসের আবেগঘন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কিংবদন্তি এই শিল্পী ও তার মেয়ে। রুকসানা কবীর কাকলীর পরিকল্পনা ও উপস্থাপনা এবং রাসেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানটি সাজানো হয়েছে বেশ কয়েকটি সেগমেন্ট নিয়ে। উপস্থাপকের সঙ্গে স্টুডিওতে আলোচনায় উঠে এসেছে মা-মেয়ের জীবনের অজানা সব গল্প। অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি থাকছে সাবিনা ইয়াসমীন এবং বাঁধনের খালি গলায় গাওয়া মাকে নিয়ে গান। অনুষ্ঠানে আরও তুলে ধরা হয়েছে একজন রত্নগর্ভা মায়ের সংগ্রামী জীবন কাহিনী। বাবা ছাড়াই একজন মা কীভাবে তার সন্তানগুলোকে নানা প্রতিকূলতার মধ্যেও মানুষ করেছেন তারই প্রতিচ্ছবি উঠে এসেছে প্রতিবেদনে। এ ছাড়াও বিশেষ শ্রদ্ধা জানাতে তুলে ধরা হয়েছে বৃদ্ধাশ্রমে যেসব মা জীবনের শেষ দিনগুলো পার করছেন, তাদের কথা।