অনেক আগেই প্রকাশ হয়েছে কাজী শুভর তৃতীয় একক অ্যালবাম 'সাদামাটা-৩'। অ্যালবামের বেশকিছু গান এখন শ্রোতাদের মুখে মুখে। গানগুলোকে শ্রোতা থেকে দর্শকদের কাছে পৌঁছে দিতে এ অ্যালবামের সাতটি গানের মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন কাজী শুভ। বাকি আছে আর দুটি গানের কাজ। কাজী শুভ বলেন, 'গান শোনার পাশাপাশি মানুষ এখন মিউজিক ভিডিও দেখতে পছন্দ করে। তাই শ্রোতাদের জন্য আমার নতুন সাতটি ভিডিও। আমার বিশ্বাস ভিডিওগুলো দর্শকদের ভালো লাগবে। শিগগিরই গানগুলো বিভিন্ন চ্যানেলে দেখতে পারবেন দর্শকরা।'
এ ছাড়াও নিজের সংগীতায়োজনে তরুণ শিল্পীদের নিয়ে একটি অ্যালবাম করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ প্রসঙ্গে কাজী শুভ বলেন, 'নতুনদের নিয়ে একটি অ্যালবাম করার প্রস্তুতি নিচ্ছি। একটু ভিন্ন ভাবে অ্যালবামটি করার পরিকল্পনা আছে আমার। আশা করছি ভালো লাগবে।'