পর্দার বাইরেও বলিউড তারকাদের তারকাখ্যাতি দেখানোর একটা জায়গা আছে। সেটা হলো নামিদামি কোম্পানির বাণিজ্যিক দূত হওয়া। এবার তানিশকের মতো গহনা ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হয়েছেন দীপিকা।
এদিকে দীপিকা ব্যস্ত 'পিকু' ছবির প্রচারণা নিয়ে। সঙ্গে বিভিন্ন ছবির শুটিং তো রয়েছেই। দীপিকা বলেন, 'শুভেচ্ছা দূত হতে পেরে খুশি আমি। কারণ ব্র্যান্ডটি আমার খুব পছন্দের।'