যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ ছিলো গত একুশের বইমেলার অন্যতম বেস্ট সেলার। সেই উপন্যাসটি হয়ে গেল এক ইতিহাস! এই প্রথম উপমহাদেশের কোন মন্ত্রীর লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত হতে চলেছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সূচনা হলো চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন অধ্যায়।
গত শুক্রবার বিকেলে ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ত্রী ও লেখক ওবায়দুল কাদেরের সঙ্গে এ সংক্রান্ত কপিরাইট চুক্তি সম্পাদন করেছে ট্রান্স আটলান্টিক মাল্টিমিডিয়া লিমিটেড। এই চুক্তির আওতায় ওবায়দুল কাদেরের জনপ্রিয় উপন্যাস ‘গাঙচিল’ নিয়ে সিনেমা বানাবে প্রতিষ্ঠানটি।
ট্রান্স আটলান্টিক মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাজ রহমান এবং মন্ত্রী ও গাঙচিল উপন্যাসের লেখক ওবায়দুল কাদের এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এই প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন ‘এবারের বই মেলায় আমার উপন্যাসটি ছিলো অন্যতম বেস্ট সেলার। চরের সাধারণ মানুষের সামাজিক জীবনযাপন এবং সাধারণ মানুষের জীবনে রাজনীতির প্রভাব নিয়ে সাজানো হয়েছে উপন্যাসটি। আমি আশা করব ট্রান্স আটলান্টিক মাল্টিমিডিয়া লিমিডেট এই উপন্যাসটির চরিত্রগুলো মাথায় রেখে অভিনেতা-অভিনেত্রী নির্বাচন করবেন। আর সুন্দর একটি চলচ্চিত্র দর্শকদের উপহার দেবেন।
অন্যদিকে, তাজ রহমান জানিয়েছেন, ‘গাঙচিল’ নোয়াখালীর প্রত্যন্ত চরাঞ্চলের ভাষা ও সংস্কৃতির ভেতরের সমাজ ঘনিষ্ঠ প্রেমের চমত্কার একটি উপন্যাস। আমরা এটিকেই বিশাল ক্যানভাসে তুলে ধরতে চাই। বড় বাজেটের এই সিনেমাটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। আশা করছি আমরা দর্শকদের একটি মানসম্মত ছবি উপহার দিতে পারব।
এখনই সিনেমার সব চমক দিতে চায় না ট্রান্স আটলান্টিক মাল্টিমিডিয়া লিমিডেটের তত্বাধিকারি তাজ রহমান। সিনেমার অভিনেতা, অভিনেত্রী এবং অন্যান্য তথ্য পরবর্তীতে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলেও তিনি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৫/মাহবুব