আগামী ১৪ থেকে ১৮ মে পর্যন্ত কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'টরেন্টো ফিল্ম ফ্যাস্টিভ্যাল'। এ ফিল্ম ফ্যাস্টিভ্যালে 'সাউথ এশিয়ান কালচারাল ক্যাটাগরি'তে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে রিয়াজুল রিজু পরিচালিত 'বাপজানের বায়োস্কোপ' চলচ্চিত্রের। উৎসবে যোগ দিতে ১৩ মে কানাডা যাচ্ছেন শহীদুজ্জামান সেলিম। 'বাপজানের বায়োস্কোপ' চলচ্চিত্রের পক্ষ থেকে শুধু সেলিমই যাচ্ছেন কানাডাতে। উৎসবে 'বাপজানের বায়োস্কোপ' ওয়ার্ল্ড প্রিমিয়ারের সময় তিনি সেখানে উপস্থিত থাকবেন। পাশাপাশি দুটি ভিন্ন সংগঠন কর্তৃক কানাডায় শহীদুজ্জামান সেলিমকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। কানাডার টরেন্টোতে শহীদ রহমানের ব্যবস্থাপনায় 'সম্মিলিত সাংস্কৃতিক জোট'র পক্ষ থেকে এবং কানাডার মন্ট্রিয়ালে 'উদীচী'র পক্ষ থেকে শহীদুজ্জামান সেলিমকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। শহীদুজ্জামান সেলিম বলেন, 'এই প্রথমবারের মতো কানাডা যাচ্ছি। তাই কিছুটা ভালো লাগা তো আছেই। সেই সঙ্গে আমার অভিনীত চলচ্চিত্র 'বাপজানের বায়োস্কোপ'র ওয়ার্ল্ড প্রিমিয়ারসহ দুটি বড় সংগঠন কর্তৃক পুরস্কৃতও হতে যাচ্ছি- এটা সত্যিই আনন্দের। '