ক্যাটরিনাকে বাহুবন্ধনে আবদ্ধ করার চূড়ান্ত ঘোষণা দিলেন রণবীর কাপুর। তবে এখনই দাঁতে ধার দিয়ে লাভ নেই, তার কথামতো আগামী বছরের শেষ দিকে তারা বিয়ের পিঁড়িতে বসবেন। সম্প্রতি দৈনিক আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর এ কথা জানান। তবে ভক্তরা অবশ্য বলছেন, হোক না একটু দেরি, তারা তো একসঙ্গে আছেনই।
ভারতের তারকা জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এবার রণবীর নিজেই জানালেন, পরের বছর অর্থাৎ ২০১৬ সালেই প্রেমিকা ক্যাটরিনার সঙ্গে বিয়েটা সেরে ফেলতে চান তিনি।
আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর বলেন, 'এ বছর আমার প্রচুর কাজের চাপ। ক্যাটরিনারও তাই। এ বছর সময় বের করতে পারবো না। পরের বছরের শেষের দিকে বিয়ে করবো ভাবছি। এখনও অবধি সেটাই আমার আর ওর (ক্যাটরিনা কাইফ) প্ল্যান।'
সম্পর্ক নিয়ে অনেক দিনের লুকোচুরির পর বিয়ে নিয়েও এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন এই তারকা জুটি। হঠাৎ করেই এ ব্যাপারে খোলামেলা আলাপ করার কারণ জানতে চাইলে এই অভিনেতা বলেন, 'আজকে সম্পর্কটা নিয়ে আমরা দুজনেই খুব নিশ্চিত। এখন কথা না বললে সম্পর্কটাকে সম্মান দেখানো হবে না, তাই না? আমি আজকে ৩৩। আমি চাই আমার পরিবার হোক। ক্যাটরিনাও তাই চায়। লুকোনোর কোনো মানেই হয় না।'
বিডি-প্রতিদিন/১১ মে ২০১৫/ এস আহমেদ