কথা ছিল নদীর বুকে চাঁদ উঠবে আজ। কিন্তু তা আর হচ্ছে না। উঠবে আগামীকাল। সাখাওয়াত হোসেনের পরিচালনায় সিলেটে আজ থেকে শুরু হচ্ছে 'নদীর বুকে চাঁদ'
শিরোনামে ছবির শ্যুটিং। এতে নদী চরিত্রে পরীমণি আর চাঁদ চরিত্রে সাইমনকে দেখা যাবে। দু'জনের শ্যুটিং শিডিউল ছিল আজ। গতকাল বিকেলে সিলেট পৌঁছান সাইমন। অন্যদিকে, আজ দুপুরের ফ্লাইটে সেখানে পৌঁছানোর কথা ছিল পরীমণির। কিন্তু ফ্লাইট মিস হওয়ায় সড়ক পথে ঢাকা থেকে কিছুক্ষণ আগে রওয়ানা দিয়েছেন তিনি। সিলেট পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। সুতরাং আজ অার তিনি সাইমনের সঙ্গে শ্যুটিং করতে পারবেন না। অর্থাৎ নদীর বুকে চাঁদ উঠবে কাল।
বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, "যানজটের কারণে সময়মতো এয়ারপোর্টে পৌঁছতে পারিনি। তাই ফ্লাইটটা মিস হয়ে গেল। এখন সড়কপথে সিলেট যাচ্ছি।" অন্যদিকে সাইমন বলেন, "গতকাল বিকেলে সিলেট এসেছি। সকাল থেকেই এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। শ্যুটিং বন্ধ। পরীর ফ্লাইট মিস হওয়াতে অন্য একটা দৃশ্যের শ্যুটিং করার চিন্তা-ভাবনা চলছে। যেখানে দেখা যাবে আমার সঙ্গে আরও কিছু বন্ধুদের। আবহাওয়া অনুকূলে এলেই এ দৃশ্যের শ্যুটিং শুরু হবে।"
বিডি-প্রতিদিন/ ১১ মে, ২০১৫/ রশিদা