দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন মৌটুসী বিশ্বাস। আলভী আহমেদ পরিচালিত 'ইউটান' চলচ্চিত্রে 'তমা' চরিত্রে অভিনয়ের জন্য দর্শকের ভালোবাসায় ধন্য হয়েছেন মৌটুসী বিশ্বাস। গত শুক্রবার ঢাকাসহ দেশব্যাপী চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর থেকে সিনেমাপ্রেমী দর্শকের মধ্যে এটি দেখার ব্যাপক কৌতূহল লক্ষ্য করা যায়। 'ইউটার্ন'র শুরু থেকে শেষ পর্যন্ত মৌটুসী তার অভিনয়ে একই ধারাবাহিকতা বজায় রেখে তিনি প্রমাণ করেছেন একজন অভিনেত্রী হিসেবে তিনি কতটা উঁচু মাপের। নিজের চরিত্রটি নিয়ে মৌটুসী বলেন, 'বহু বছর পর যখন নতুন একটি চলচ্চিত্রে কাজ করতে গিয়েছি তখন শুধু একটি কথাই আমার মনের মধ্যে গেঁথে রেখেছি যে, আমি যে চরিত্রটিতে অভিনয় করতে যাচ্ছি তা যেন পোশাকে, সংলাপে এবং সর্বোপরি অভিনয়ে পরিপূর্ণ একটি চরিত্র হয়। আলভী আহমেদ আমার অভিনয়ে খুশি থেকেছেন, প্রযোজক আরশাদ আদনান মুগ্ধ হয়েছেন, সেন্সর বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন এবং এখন দর্শকের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি, যেন এটাই আমার অনেক বড় অর্জন। দর্শকের ভালোবাসাই তো আসলে সঠিক রায়।' মৌটুসী প্রমাণ করেছেন, 'ব্যাচেলর'র মৌটুসী থেকে আজকের মৌটুসী অভিনয়ে অনেক বেশি পরিপূর্ণ। এদিকে ঈদ শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে মৌটুসী তার ভক্ত-দর্শকের সঙ্গে হলে বসে 'ইউটার্ন' এখনো দেখতে পারেননি। তবে চলতি সপ্তাহের যে কোনো দিনে তিনি হলে গিয়ে চলচ্চিত্রটি উপভোগ করবেন দর্শক সারিতে বসে।