ভারতীয় মডেল ও অভিনেত্রী পুনম পান্ডের আগামী সিনেমা 'হেলেন'-এ তার বিপরীতে অভিনয়ের জন্য নায়ক খোঁজা হচ্ছে। কে হবেন পুনমের হিরো- নামে নতুন এক প্রতিযোগিতার আয়োজন করেছেন সিনেমাটির প্রযোজকরা। 'হেলেন' তার ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে, যা নির্মাণ করছেন 'নাশা'র চিত্রনাট্যকার অজিত রাজপাল। তবে পুনমের বিপরীতে অভিনয়ের জন্য এখনো চূড়ান্ত হয়নি কোনো নায়ক। পুনমের নায়ক খুঁজতে তাই এ প্রতিযোগিতার আয়োজন করেছেন প্রযোজক সুরেশ নাকুম। 'কে হবেন পুনমের নায়ক' নামের এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত সাড়া দিয়েছেন পুনমের ২৫ হাজার ভক্ত। এ বিষয়ে নাকুম বলেন, 'আমরা প্রচুর সাড়া পাচ্ছি। এতটা আমরা কখনো আশা করিনি। এমনকি কোনো বলিউড ফিল্মের শুটিং শুরু হওয়ার আগে দর্শকের এত আগ্রহ আমি কখনো দেখিনি।'