ম্যাগি নুডলস বিতর্কে মাধুরী দীক্ষিতের নাম জড়িয়ে গেছে শুরুতেই। এবার নাম জড়াল অমিতাভ বচ্চন এবং প্রীতি জিনতার। ম্যাগি নুডলসের বিজ্ঞাপনে অভিনয়ের জন্য এই তিন বলিউড তারকার বিরুদ্ধে বরাবাঁকির মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করলেন স্থানীয় এক আইনজীবী। ম্যাগি প্রস্তুতকারী সংস্থা নেসলে এবং ছয়জনের বিরুদ্ধে বরাবাঁকির অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেছে উত্তর প্রদেশের খাদ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত দফতর 'ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন'। তবে নেসলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিতর্কের সূত্রপাত চলতি মাসেই।
বিষয়টি নিয়ে টুইট করেছেন মাধুরী, লিখেছেন, 'বেশির ভাগ ভারতীয়ের মতো অনেক বছর ধরে আমিও ম্যাগি নুডলস উপভোগ করি। সম্প্রতি ম্যাগি বিতর্কের পরে আমিও খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। সেই কারণেই আমি নেসলে টিমের সঙ্গে দেখা করি।'